ASSET

ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ণ সরকারি খরচে ০৩(রতন) মাস ৩৬০ ঘন্টা ব্যাপী অ্যাপ্রেন্টিসশিপ-এ অংশগ্রহণের নিয়মাবলী :-

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skill for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় নিম্নবর্ণিত অকুপেশন সমূহে ০৩(রতন) মাস ৩৬০ ঘন্টা ব্যাপী Registered Training Organization (RTO) কার্যক্রম পরিচালনা করা হবে। RTO ও BNQF কার্যক্রম সম্পূর্ণ সরকারি অর্থায়নে বিনামূল্যে পরিচালিত হবে।

শর্ত/সুবিধাসমূহঃ

প্রয়োজনীয় কাগজপত্র:

NSDA Courses

Scroll to Top