ASSET
- Home
- ASSET
ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ণ সরকারি খরচে ০৩(রতন) মাস ৩৬০ ঘন্টা ব্যাপী অ্যাপ্রেন্টিসশিপ-এ অংশগ্রহণের নিয়মাবলী :-
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skill for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় নিম্নবর্ণিত অকুপেশন সমূহে ০৩(রতন) মাস ৩৬০ ঘন্টা ব্যাপী Registered Training Organization (RTO) কার্যক্রম পরিচালনা করা হবে। RTO ও BNQF কার্যক্রম সম্পূর্ণ সরকারি অর্থায়নে বিনামূল্যে পরিচালিত হবে।
শর্ত/সুবিধাসমূহঃ
- মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক অ্যাপ্রেন্টিসশিপ পরিচালিত হবে।
- প্রার্থীর অবশ্যই নূন্যতম এস.এস.সি পাস হতে হবে।
- প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
- পুরুষ প্রশিক্ষণার্থীরা ১১,৫০০ টাকা এবং মহিলা প্রশিক্ষণার্থীরা ১২,৫০০ টাকা প্রশিক্ষণ ভাতা পাবেন (ব্যালেন্সপ্রাপ্ত সক্ষম প্রার্থী)।
- প্রশিক্ষণের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে।
- হস্তশিল্পী, মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দরিদ্র প্রার্থীদের ভর্তি ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
- প্রকল্পের সকল বিধি-বিধান অনুযায়ী RTO পরিচালিত হবে।
- অ্যাপ্রেন্টিসশিপ সংক্রান্ত সকল সিদ্ধান্ত প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
- দুই কপি সত্যায়িত ছবি।
- NID Card/ অনলাইন জন্মনিবন্ধনের সত্যায়িত কপি।
- শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ।
- নূন্যতম ০১ বছরের বাস্তব অভিজ্ঞতার সত্যায়িত সনদপত্র (বাধ্যতামূলক)।